বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির লাল সমাবেশ ও মিছিল
মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আশুলিয়া, সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ সব শ্রমিক এলাকায় লাল পতাকা মিছিল, সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়। আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে লাল মিছিল ও সমাবেশ উদ্বোধন করেন সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার।
আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে সকাল সাড়ে নয়টায় মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সমাবেশ বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা, আশুলিয়ার সভাপ্রধান জিয়াদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ অনেকে। বক্তারা বলেন, এত দিনে বাংলাদেশের শ্রমিকেরা কাগজে-কলমে আট ঘণ্টার স্বীকৃতি পেলেও আট ঘণ্টায় যে মজুরি পান, তাতে তাঁদের জীবন চলে না। শ্রমিকেরা বাধ্য হন অতিরিক্ত কাজ করতে। ওভার টাইম করতে। কখনো কখনো শ্রমিকদের নানা অজুহাতে বিনা মজুরিতে খাটানো হয়। এ পরিস্থিতি শ্রমিকদের আট ঘণ্টায় মর্যাদাপূর্ণ মজুরি ও জীবন বাঁচানোর লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নেতারা একই সঙ্গে মে দিবসের শহীদ আগস্ট স্পাইজসহ চারজনকে স্মরণ করেন। তাঁরা বলেন, ১৩৮ বছর পরও বাংলাদেশে শ্রমিকেরা আন্দোলন-সংগঠন করার অধিকার পাননি। গত মজুরির আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে আন্জুয়ারা, জামাল উদ্দিন, রাসেল, ইমরান। গ্রেপ্তার হয়েছেন তিন শতাধিক শ্রমিক ও নেতা। মে দিবসের প্রাক্কালে নিহত শ্রমিকদের জন্য ন্যায়বিচার, শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ ছাড়া গাজীপুরে টঙ্গীতে বেলা ১১টায় সমাবেশ বক্তব্য দেন মাহবুব ইরান, হযরত বিল্লাল, আকলিমা, আরশাদুল ইসলাম, তোফায়েল প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সকাল ১০টায় লাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সহসভাপ্রধান অঞ্জন দাস, মামুন, কাওসার হামিদসহ স্থানীয় নেতৃত্ব। বেলা ১১টায় চট্টগ্রাম ইপিজেডে র্যালি ও সমাবেশে বক্তব্য দেন বাবুল হোসেন, মিজান বাবু, সোহাগ ও শিমুল।