রাজনৈতিক দল হিসেবে ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ

হাইকোর্টফাইল ছবি

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দলটির চেয়ারম্যানের করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসান এ সিদ্দিক, সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

রায়ের পর আইনজীবী এহসান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, রায় পাওয়ার এক মাসের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ২০২২ সালের অক্টোবরে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামের নতুন এই দল। দুটি বিষয়ে আপত্তি উল্লেখ করে ২০২৩ সালের ১০ এপ্রিল নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে আবেদন বাতিল করে। এর বৈধতা নিয়ে ওই বছরই হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৩ জুন হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে আজ রায় দেওয়া হয়।