এই ছুটির মৌসুমে কোথায় ঘুরতে যাবেন

বছরের এই সময়টায় আশপাশের প্রকৃতিতে কেমন যেন একটা উৎসব উৎসব গন্ধ পাওয়া যায়। ধীরে ধীরে শীত ব্যস্ত দিনগুলোতে উঁকি দিতে শুরু করে, একটু আলসেমিও ভর করতে থাকে সবার মধ্যে। এমন সময় সবাই একটু ছুটি পেলেই কাছে বা দূরে কোথাও থেকে হুট করে ঘুরে আসতে চায়। তবে ঘুরতে যেতে ইচ্ছা করলেই তো চলে যাওয়া যায় না! দরকার হয় অনেক পরিকল্পনা, হিসাব-নিকাশ। ঘুরতে যাওয়ার সঙ্গী কে হবে, তার ওপরও কিন্তু অনেকটাই নির্ভর করে কোথায় ঘুরতে যাবেন। প্রিয়জনের সঙ্গে হোক, পরিবারের সবাই মিলে, বন্ধুদের সঙ্গে বা একাই না হয় চলে গেলেন। দেশে বা দেশের বাইরে কোথায় ঘুরতে যাবেন আর কীভাবেই-বা পরিকল্পনা করবেন—সব বিষয় নিয়েই এই লেখা।

উদ্দেশ্য যদি হয় বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরে আসা, তাহলে এর জন্য উপযুক্ত গন্তব্য হতে পারে নেপাল কিংবা থাইল্যান্ড। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে মোটামুটি কম খরচেই ঘুরে আসা যায় নেপাল। নেপালে আরও আছে বন্ধুদের সঙ্গে উপভোগ করার মতো নানান সব অ্যাকটিভিটি। প্যারাগ্লাইডিং থেকে শুরু করে বাঞ্জি জাম্পিং, রিভার রাফটিং এমনকি এভারেস্টের বেজ ক্যাম্প থেকে বিশাল এভারেস্ট দর্শনের অভিজ্ঞতাটাও কিন্তু হয়ে যাবে নেপালে। আবার পাহাড়ের পাশাপাশি সমুদ্র উপভোগ করার ইচ্ছাও যদি থাকে, তাহলে বন্ধুদের নিয়ে চলে যেতে পারেন থাইল্যান্ড। থাইল্যান্ড ঘুরতে গেলে যেমন ব্যাংককের নাইট লাইফ, থাই খাবার উপভোগ করতে পারবেন, তার থেকে মনোরম কোনো বিচে বসে উপভোগ করতে পারবেন অপরূপ সূর্যাস্ত।

অনেকেই হয়তো পরিকল্পনা করছেন এবার ছুটি নিয়ে প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যাবেন। তাঁদের জন্য আদর্শ গন্তব্য হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। নীল সাগরের মাঝে মনোমুগ্ধকর দ্বীপ এবং দ্বীপগুলোর মধ্যে বিলাসবহুল পাঁচ তারকা রিসোর্টগুলো বরাবরই পর্যটকদের আকর্ষণের একটা জায়গা। তবে যদি ছুটিটা একটু লম্বা করতে চান, তাহলে চাইলেই মালদ্বীপের সঙ্গে যোগ করে নিতে পারেন শ্রীলঙ্কাকেও। গোযায়ান থেকে চাইলেই পছন্দমতো দুটি পরিকল্পনা একসঙ্গেই করে ফেলতে পারবেন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শান্ত পরিবেশে একটু সময় কাটাতে চাইলে এটি হতে পারে খুবই ভালো একটি গন্তব্য। চা-বাগান, ঐতিহাসিক মন্দির, রেলভ্রমণ কিংবা সমুদ্রতীরের সৌন্দর্য পর্যটকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।

মা-বাবা, ভাই-বোন সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বেছে নিতে পারেন ঢাকার আশপাশের কোনো রিসোর্ট। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে অল্প সময়ের মধ্যে ভালো সময় কাটানোর জন্য এই রিসোর্টগুলো খুবই জনপ্রিয়। পছন্দমতো রিসোর্ট দেখে নিতে চাইলে গোযায়ানে বেশ কিছু ভালো বিকল্প খুঁজে পেতে পারেন।

ছুটির মৌসুম তো সব সময় আসে না। তাই সুযোগ পেলেই বেশি দেরি না করে ঘুরতে যাওয়ার পরিকল্পনাটা সেরে ফেলা উচিত। পরিবার, প্রিয়জন বা বন্ধুদের নিয়ে এই প্রস্তুতি শুরু করার সময় কিছু এখনই। ব্যস্ত সময়গুলো থেকে একটু ছুটি নিয়ে সাগর বা পাহাড়—যেখানে মন চায় ঘুরে আসুন।