মা ভাত নিয়ে বসেছিলেন, কিন্তু ফেরেনি সামিয়া
দুপুরে স্কুল থেকে বাসায় ফেরে ছয় বছরের সামিয়া আক্তার ওরফে বর্ষা। এরপর সে গোসলে যায়। এই ফাঁকে মা তার জন্য ভাতের থালা সাজান। কিন্তু ভাত না খেয়ে খেলতে বেরিয়ে যায় ছোট্ট সামিয়া। মা কিছুক্ষণ বসে ছিলেন খাবার খাইয়ে দিতে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়। এরপরও বাসায় ফেরেনি সামিয়া। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আট ঘণ্টা পর রাত ১০টার দিকে বাসার পাশে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ এলাকায় ঘটনাটি ঘটে। আজ শুক্রবার বিকেলে তার দাফন হয়। এ ঘটনায় নির্মাণাধীন ভবনের মালিক আবু জাহেদ ও ঠিকাদার সাদ্দাম হোসেনকে আসামি করে আজ শুক্রবার খুলশি থানায় মামলা করেছেন সামিয়ার মা শেফালী বেগম। তবে আসামি দুজন এখনো ধরা পড়েননি।
সামিয়া কুসুমবাগ এলাকায় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। তার বাবা মো. আসলাম বাসার সাজসজ্জার কাজ করেন। মা শেফালী বিভিন্ন মানুষের বাসায় কাজ করেন।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের সামনে কথা হয় মা শেফালী বেগমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, মেয়েকে গোসল করিয়ে ভাতও দিয়েছিলাম। একটু খেলতে বেরিয়ে তার আর ভাত খাওয়া হলো না। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিকেলে এলাকায় মাইকিং করা হয়। পরে রাতে মেয়ের লাশ পাওয়া যায়। বারবার বলা হলেও নির্মাণাধীন ওই ভবনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় লোকজনও তাগাদা দিয়েছেন। তারা নিরাপত্তাব্যবস্থা না নেওয়ায় মেয়েকে হারাতে হলো। ভবনমালিক আর ঠিকাদারের শাস্তি চাই। আর কোনো মাকে যাতে মেয়েহারা হতে না হয়।
শেফালি-আসলাম দম্পতির দুই সন্তানের মধ্যে বড় সন্তান ছিল সামিয়া। ছোট ছেলের বয়স দেড় বছর। সারাক্ষণ পুরো পরিবারকে মাতিয়ে রাখত সামিয়া। তার নানি রানু বেগম বলেন, নাতনি এভাবে চলে যাবে কোনো দিন ভাবিনি। তাদের বাসায় এলে সারাক্ষণ পিছে পিছে থাকত। নানা বায়না ধরত। এখন আর কেউ বায়না ধরবে না নানির কাছে।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের সামনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সামিয়ার বাবা মো. আসলামকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মেয়েকে ছাড়া কীভাবে থাকব বুঝতে পারছি না। বাসায় ফিরতে রাত হলেই মেয়ে তার মাকে ফোন করে বিরক্ত করত। বাসায় না ফেরা পর্যন্ত বসে থাকত। এখন আর কেউ বসে থাকবে না। বাবা বলেও ডাকবে না।’
নির্মাণাধীন ভবনের মালিক ও ঠিকাদারের অবহেলায় তাঁর মেয়ের মৃত্যু হয়েছে দাবি করেন আসলাম। তাঁদের শাস্তি চান তিনি। দুপুরে সামিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
জানতে চাইলে ভবনটির ঠিকাদার সাদ্দাম হোসেন আজ প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনে যাতে কেউ ঢুকতে না পারে, সে জন্য দেয়াল নির্মাণ করা হচ্ছে। টিন দিয়ে প্রবেশপথ বন্ধ করার জন্য নিরাপত্তা প্রহরীদের বলা হলেও তাঁরা তা করেননি। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে নির্মাণশ্রমিকেরা সবাই চলে আসেন। ঘটনার সময় কেউ ছিলেন না। শিশুটি কখন সেখানে ঢুকে লিফটের গর্তে পানিতে পড়ে যায়, কেউ জানে না।
নির্মাণাধীন ভবনের মালিক ও ঠিকাদারের অবহেলায় শিশুটির মৃত্যুর ঘটনায় করা মামলায় মালিক, ঠিকাদার দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, নিরাপত্তাব্যবস্থা না নেওয়ায় শিশুটি খেলতে বেরিয়ে লিফটের গর্তে পানিতে পড়ে মারা যায়।