গ্যালারি চিত্রকে চলছে ‘অন্তর্দৃষ্টিতে দেখা’ প্রদর্শনী
রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে ‘ইনওয়ার্ড গেজ’ শিরোনামে প্রদর্শনী। শিল্পী সৈয়দা আসমা আকবরের আঁকা ৪১টি ছবি নিয়ে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ প্রদর্শনী। শিল্পী এই প্রদর্শনী শিরোনামের বাংলা করেছেন ‘অন্তর্দৃষ্টিতে দেখা’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক ও বরেণ্য শিল্পী রফিকুন নবী।
‘ইনওয়ার্ড গেজ’ সম্পর্কে শিল্পী রফিকুন নবী লিখেছেন, ‘শিল্পী সৈয়দা আসমা আকবরের প্রায় সব ছবিই আমি দেখেছি এবং তাঁর নিষ্ঠা ও শৈলী দেখে মুগ্ধ হয়েছি। একটি চমৎকার পরিশীলিত স্টাইল ধাতস্থ করে তাঁর চিত্রচর্চার ঘটনাটি চলছে বহুকাল ধরে। চর্চায় তাঁর প্রিয় ধরন রঙের বিন্যাস। বড় ক্যানভাসে আঁকতে পছন্দ করেন। মূলত রংপ্রধান বিষয় হলেও কোনো কোনো ছবিতে প্রকৃতিকে উপস্থিত করেন অনুষঙ্গ হিসেবে।’
নিসার হোসেন লিখেছেন, মায়া আর কায়া, চিত্রপটে বন্ধের এই দ্বৈতসত্তার ভারসাম্যপূর্ণ উপস্থাপন নিয়ে সবার অলক্ষে দীর্ঘ দিন ধরে নিবিষ্ট চিত্তে কাজ করে যাচ্ছেন শিল্পী আসমা আকবর। তাঁর ছবিতে তুলির মোলায়েম প্রলেপ বা কবজির মোচড়ের কোনো অস্তিত্ব নেই। আছে রঙের আস্তর, পরতের পর পরত।
প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত পুস্তিকায় এসব মূল্যায়ন করেছেন শিল্পীরা। ৪২টি ছবি নিয়ে শুরু হওয়া প্রদর্শনীতে স্থান পেয়েছে ট্রানজিশন, মিসটিক ড্রিম, গোল্ডেন স্লামবার, অ্যান ইনটিমেট, মুনলাইট জার্নি শিরোনামের ছবি।
প্রদর্শনী চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী।