হল-মার্কের তানভীরের বিরুদ্ধে করা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণার জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ওই মামলা করা হয়।
ঢাকার বিশেষ জজ আদালত–১–এর বিচারক আবুল কাসেম আজ রোববার রায় ঘোষণা এই দিন ঠিক করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, হল–মার্কের তানভীর, তাঁর স্ত্রী জেসমিন ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে করা এক মামলায় রায় ঘোষণার জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।
পিপি মীর আহমেদ জানান, এ মামলার মোট আসামির সংখ্যা ১৮ জন। এঁদের মধ্যে তানভীর মাহমুদসহ আটজন কারাগারে আছেন। বাকিরা পলাতক।
নথিপত্রের তথ্য বলছে, সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে হল–মার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে দায় (ফান্ডেড) অর্থ হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা। এ ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর রমনা থানায় মামলা করে দুদক।
তদন্ত শেষে পরের বছর ২০১৩ সালের ৭ অক্টোবর ১১টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর ভায়রা তুষার আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। পরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই ১১টি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১–এ বদলি করা হয়।