বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনসহ আরও ৯২ জন কারাগারে
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ (আলাল) দলটির আরও ৯২ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
নতুন ও পুরোনো একাধিক মামলায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় বিএনপির ৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এর আগের দিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানী থেকে বিএনপির ৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সূত্রাপুর, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, কলাবাগান, সবুজবাগ, কাফরুল, পল্লবী, রূপনগর, দারুসসালাম, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানার পুলিশ একজন করে এবং ভাটারা, নিউমার্কেট, শাহবাগ, রমনা, ডেমরা, মুগদা, কদমতলী, লালবাগ ও সূত্রাপুর থানার পুলিশ দুজন করে বিএনপি নেতা–কর্মীকে গ্রেপ্তার করে।
ধানমন্ডি, ভাষানটেক, মতিঝিল, শাহজাহানপুর, বাড্ডা, বংশাল ও কামরাঙ্গীরচর থানার পুলিশ তিনজন করে এবং পল্টন, মিরপুর, শাহআলী ও খিলগাঁও থানা পুলিশ চারজন করে গ্রেপ্তার করে। এ ছাড়া বনানী থানা ১১ জন, যাত্রাবাড়ী ৮, গেন্ডারিয়া ৬ ও মোহাম্মদপুর থানার পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে নাশকতার অভিযোগে আজ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ভাষানটেক থানা সভাপতি ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।