বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক
বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সারাহ কুক। তিনি আগামী এপ্রিল বা মে মাসে রবার্ট ডিকসনের স্থলাভিষিক্ত হবেন।
আজ বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক ২০২০ সাল থেকে লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ–পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সারাহ কুক ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি তানজানিয়ায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।