পুলিশ-প্রশাসন কাজ করছে না: অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘পুলিশ আছে থানায়, কিন্তু তারা কাজ করছে না। প্রশাসন আছে, কিন্তু প্রশাসন কাজ করছে না। যারা সরকারে আছে, তাদের কথাও শুনছে না তারা। যত দিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে না, তত দিন এসব সমস্যা সমাধান হবে না। আবার নির্বাচিত সরকার যদি হাসিনার পদাঙ্ক অনুসরণ করে আসে, তাহলেও সমস্যার সমাধান হবে না।’
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। দেশে শান্তিতে থাকতে পারার মতো সরকার চান জানিয়ে অলি আহমদ বলেন, ‘আওয়ামী লীগ গেছে, কিন্তু অন্যরা ডাকাতি শুরু করেছে, চাঁদা তুলছে। এক চোর গিয়ে আরেক চোর এসে কী লাভ! আমরা তো চাই নীতিনৈতিকতা ও মনুষ্যত্ববোধ নিয়ে এ দেশের মধ্যে আমরা বসবাস করব।’
শেখ হাসিনা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে দাবি করে অলি আহমদ বলেন, শেখ হাসিনা ভারতে থেকে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছেন। প্রতিদিন এ দেশে গোলমাল করা হচ্ছে, সচিবালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জে মানুষ জবাই করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় গুপ্তহত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। পুরো জাতিকে এসব বিষয়ে সাবধানে থাকতে হবে।
অলি আহমদ বলেন, দেশের অবস্থা ভালো নেই, অর্থনৈতিকভাবে দেশ ধ্বংস হয়েছে। ডলার নেই, ডলারের হাহাকার, বিদেশ থেকে মালামাল আনা যাচ্ছে না। সার্বিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। এখান থেকে বের হওয়া কঠিন। তাই দক্ষ মানুষ দেশের শাসনভার গ্রহণ না করলে এ সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। যার কাজ, তাকে সাজে। দেশ চালাতে হলে অভিজ্ঞ, দক্ষ, সৎ ও দেশপ্রেমী নেতৃত্ব নির্বাচিত করতে হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এবং অলি আহমদের ছেলে ওমর ফারুক। উদ্বোধনী বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মো. মাহবুবুল আলম। গণতান্ত্রিক ছাত্রদল নেতা জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান প্রমুখ। সম্মেলনে এনামুল হককে সভাপতি ও নুরুল আলমকে সাধারণ সম্পাদক করে বৈলতলী ইউনিয়ন এলডিপির নতুন কমিটি ঘোষণা করা হয়।