চট্টগ্রামে পাহাড় কেটে গড়ে তোলা ৩০০ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামে পাহাড় কেটে নির্মিত ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রোববার সকালে নগরের আকবর শাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল ১০টা থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদকাজে ব্যবহার করা হয় এস্কাভেটর। এ সময় পাকা, কাঁচা ও আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলামসহ চারজন ম্যাজিস্ট্রেট উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে অংশ নেন বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য। আকবর শাহ, বায়েজিদ ও সীতাকুণ্ড থানা এলাকায় পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অভিযান চালানো হয়।
উচ্ছেদের সময় দেখা যায় স্থানীয় লোকজন ঘর থেকে জিনিসপত্র নিয়ে সরে যাচ্ছেন। মো. নাঈম নামের একজন প্রথম আলোকে বলেন, ‘আমার মামা দখলস্বত্ব কিনে ঘরভাড়া দিয়েছেন। ওখানে আমরা থাকতাম। কিছুদিন আগে উচ্ছেদের নোটিশ দেয়। আজ উচ্ছেদ করে দিল।’
তারেকুজ্জামান নামের আরেক যুবক বলেন, তাঁর বাবা আবদুল খালেক ২০১১ সালে ফয়জুল্লাহ নামের এক ব্যক্তির কাছ থেকে খাসপাহাড় কিনে ঘর বানিয়ে ভাড়া দিয়েছিলেন। আজ তা উচ্ছেদ করে দেওয়া হয়।
এনডিসি তৌহিদুল ইসলাম বলেন, তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ৩০০ স্থাপনা। এগুলো পাহাড় কেটে গড়ে তোলা হয়েছিল। এ ছাড়া কিছু ব্যক্তিমালিকানাধীন জায়গায়ও পাহাড় কেটে বসতি গড়ে উঠেছে। সেগুলোও উচ্ছেদ করা হয়েছে।