লঞ্চ ও খেয়াঘাটে প্রবেশ ফি নেওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) অধীনে লঞ্চ টার্মিনালের পাশাপাশি খেয়াঘাটে প্রবেশ ফি নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল দেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অধীনে দেশের সব লঞ্চ টার্মিনাল ও খেয়াঘাটে শিশু ও শিক্ষার্থীসহ যাত্রীদের কাছ থেকে প্রবেশ ফি নেওয়া বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন গত ২৫ জুন ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. মোকছেদ আলী।
পরে আইনজীবী মো. মোকছেদ আলী প্রথম আলোকে বলেন, বিআইডব্লিওটিএর অধীনে সদরঘাটসহ দেশের সব লঞ্চ টার্মিনালে প্রবেশের সময় শিশু ও শিক্ষার্থীসহ যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হয়। অথচ বিমানবন্দর, রেলস্টেশন ও বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো প্রবেশ ফি নেওয়া হয় না। তাই লঞ্চ টার্মিনাল ও খেয়াঘাটে প্রবেশে ফি নেওয়া বেআইনি—যে কারণে রিটটি করা হয়। শুনানি নিয়ে আদালত রুল দেন। ওই প্রবেশ ফি আদায় বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। নৌপরিবহনসচিব, স্থানীয় সরকার সচিব, বিআইডব্লিওটিএর চেয়ারম্যান ও সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।