সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, হাসপাতালে নেওয়ার পথে কৃষকের মৃত্যু
ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. ইসমাইল (৪৫)। তিনি উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইসমাইলের ছেলে মো. শাহীন জানান, রাত সাড়ে ১০টার দিকে মো. ইসমাইল স্থানীয় কারামতিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে একটি সাপ তাঁর ডান পায়ে কামড় দেয়। তিনি একটি রশি দিয়ে ক্ষতস্থানের ওপরে বেঁধে বাড়িতে আসেন। প্রথমে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দিবাগত রাত একটার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কোনো চিকিৎসা না দিয়ে ইসমাইলকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) মো. সাদেকুল করিম প্রথম আলোকে বলেন, মো. ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হওয়ার কথা তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে শুনেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। সম্প্রতি রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক দেখা দেওয়ার পর হাসপাতালের সব চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সাপে কাটা রোগীকে প্রতিষেধক (অ্যান্টিভেনম) প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এরপরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী আনার পর কেন ভ্যাকসিন দেওয়া হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, বিষধর সাপের ছোবলে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।