মইনুল হোসেন অত্যন্ত সদালাপি ভদ্রলোক ছিলেন: প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সদ্যপ্রয়াত মইনুল হোসেন অত্যন্ত সদালাপি ভদ্রলোক ছিলেন বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আজ রোববার বাদ জোহর মরহুমের জানাজার আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মইনুল হোসেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো দেশের জুডিশিয়ারি যখন নাকি একটি খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল, এরশাদ সাহেবের আমলে বিভিন্ন জায়গায় হাইকোর্ট বেঞ্চ বসানো হয়েছিল। অষ্টম সংশোধনী মামলায় ব্যারিস্টার ইশতিয়াক আহমেদসহ অন্যান্য বড় আইনজীবীর সঙ্গে তিনিও ছিলেন।
জানাজার আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মইনুল হোসেন আদ্যোপান্ত একজন আইনজীবী ছিলেন। আইনজীবীদের জন্য আইনজীবীবান্ধব মানুষ ছিলেন। আইনজীবীদের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন ও সহায়তা করেছেন। সব সময় আইনজীবীদের স্বার্থে ও আইনজীবীদের জন্য কাজ করার চেষ্টা করেছেন।
মইনুল হোসেন জুনিয়রবান্ধব (জুনিয়র আইনজীবী) ছিলেন উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘সমিতির কোনো ক্রাইসিসে যখনই বলেছি, তখনই উনি অংশগ্রহণ করেছেন। সমিতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও কমিটেড ছিলেন। জুডিশিয়ারিতে তাঁর যে অবদান, তা বিরল—বিচার বিভাগ পৃথককরণে তিনি অবদান রেখেছেন।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূর। জানাজার শুরুতে মইনুল হোসেনের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা এবং সবার কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য দেন তাঁর বড় ছেলে জাবেদ হোসেন। জানাজায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, মইনুল হোসেনের ভাই সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁর কফিনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টে আধা বেলা বিচারকাজ বন্ধ
মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টে দ্বিতীয়ার্ধের বিচারকাজ বন্ধ রাখা হয়। আপিল বিভাগে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিচারকাজ চলে। ১১টার পর বসেননি আপিল বিভাগ। সাধারণত সকাল ৯টা থেকে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়ে মাঝে বেলা ১১টা থেকে আধঘণ্টা বিরতি দিয়ে বেলা সোয়া ১টা পর্যন্ত চলে।
অন্যদিকে হাইকোর্ট বিভাগে সকাল সাড়ে ১০টা থেকে থেকে বেলা সোয়া একটা পর্যন্ত বিচারকাজ চলে। আজ মধ্যাহ্ন বিরতির পর হাইকোর্ট বসেননি। সাধারণত সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল সোয়া ৪টা পর্যন্ত কার্যক্রম চলে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান। প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে মইনুল হোসেনের বয়স হয়েছিল ৮৪ বছর। ১৯৬৯ সালে বাবার মৃত্যুর পর তিনি ইত্তেফাক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৩ সালে ইত্তেফাকের সম্পাদক পদ ছেড়ে দিয়ে সম্পাদকমণ্ডলীর সভাপতি হন। একই বছর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পিরোজপুরের (তৎকালীন বরিশাল) ভান্ডারিয়া-কাঁঠালিয়া নিয়ে গঠিত নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অবশ্য ১৯৭৫ সালে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন। তিনি নিউ নেশন নামে সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন, যা পরে দৈনিক হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন মইনুল হোসেন।