সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ নভেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের চাপ কতটা সামলাতে পারবে সরকার

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বৃহস্পতিবার রাতে ‘আ নিউ এরা ইন বাংলাদেশ? দ্য ফার্স্ট হানড্রেড ডেজ অব রিফর্ম’শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, প্রশাসন ও বিচারব্যবস্থায় দলীয়করণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করাসহ নানা বিষয় উঠে এসেছে। এই প্রতিবেদন কিছুটা সংক্ষেপে পাঠকদের জন্য তুলে ধরা হলো।
বিস্তারিত পড়ুন...

রাতে সাবলেট হিসেবে আসেন নারী, সকালে তাঁর লোকজন শিশুকে নিয়ে যায়

রাজধানীর আজিমপুরের এই বাসা থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে
ছবি: প্রথম আলো

রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় গতকাল বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। আজ শুক্রবার সকালে ওই নারীর কাছে আসা কয়েক ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে আট মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে গেছেন।
বিস্তারিত পড়ুন...

‘শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে’, ভাইরাল এই স্ক্রিনশট নিয়ে ফারুকীর বক্তব্য

মোস্তফা সরয়ার ফারুকী
ফারুকীর ফেসবুক থেকে সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হওয়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর বিভিন্ন সময়ের অবস্থান ও সিনেমা নিয়ে কেউ কেউ সমালোচনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। শাপলা চত্বরবিষয়ক একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে কার্ড ও ‌‌‘স্ক্রিনশট’ ঘুরছে। যেখানে দাবি করা হচ্ছে, ফারুকী ২০১৩ সালে বলেছেন, ‘শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে’। আদৌ কি এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি?
বিস্তারিত পড়ুন...

কোনোরকমে রাষ্ট্র চালানোর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

‘নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান’ শীর্ষক সিম্পোজিয়ামে উপস্থিত আলোচকেরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে
ছবি: সাজিদ হোসেন

কোনোরকমে রাষ্ট্র ও রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য বর্তমান সংবিধানের সংশোধন করা যেতে পারে বলে অভিমত দিয়েছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, জনগণের সংবিধান চাইলে ভবিষ্যতে নতুন করে তা লিখতে হবে। আবেগ নয়, যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে হবে। তা না হলে নতুন নতুন বিভ্রান্তি তৈরি হবে।
বিস্তারিত পড়ুন...

ট্রাম্পকে মুসলিমদের ভোট: যুদ্ধ বন্ধ হবে নাকি নেতানিয়াহুর আশা পূর্ণ হবে

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই জয়ের পেছনে একটি বড় ভূমিকা ছিল আরব ও মুসলিম ভোটারদের। দোদুল্যমান হিসেবে পরিচিত মিশিগানে প্রতি ১০ জন আরবের ৬ জন হয় ট্রাম্প, নয়তো গ্রিন পার্টির জিল স্টাইনকে ভোট দিয়েছেন। আরব শহর হিসেবে পরিচিত ডিয়ারবর্নে স্টাইন পেয়েছেন ১৮ শতাংশ ভোট, যা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পাওয়া ভোটের অর্ধেক।
বিস্তারিত পড়ুন...