গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তোলা হয়। তবে চট্টগ্রাম নগর পুলিশ বলছে, তারা পুরোদমে কাজ করছে। আসামি গ্রেপ্তার, ট্রাফিক পুলিশের মামলা ও জরিমানার দিক দিয়েও তারা এগিয়ে রয়েছে। আজ বুধবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর পুলিশ এই দাবি করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ সংবাদিকদের সামনে তাঁদের বিভিন্ন কাজের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, চলতি মাসের ১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মাদক, অস্ত্র উদ্ধারের পাশাপাশি তালিকাভুক্ত অপরাধী গ্রেপ্তার করেছেন। পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগও নিয়মিত কাজ করে যাচ্ছে। ৫ অগাস্ট থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কোতোয়ালি ও হালিশহর থানা–পুলিশ চার আসামি গ্রেপ্তার করেছে। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৪৯৪ জনকে গ্রেপ্তার ও সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাহাড়তলী থানায় ডাকাতির প্রস্তুতির সময় কয়েকজনকে গ্রেপ্তার এবং বায়েজিদ বোস্তামী থানায় ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ আরও বলেন, গত দুই মাসে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ২ হাজার ৮৭৯টি মামলা রুজু ও ৮৯ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৮৯৪টি ব্যাটারিচালিত রিকশা, ৭৩০টি অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য ১ হাজার ৭৯৮টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় কিছু সাফল্যের উদাহরণ দিয়ে তারেক আজিজ বলেন, ‘আপনারা জানেন, প্রতি মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনতে “ওপেন হাউস ডের” আয়োজন হয়ে থাকে। সেখানে একজন বাকলিয়া এলাকার মাদক সমস্যা নিয়ে অভিযোগ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।’
৫ আগস্ট সরকার পতনের দিন বিভিন্ন থানায় অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্রও লুট করা হয়। ওই দিন সিএমপির ১৬ থানার মোট ৯৪৮টি অস্ত্র লুট করা হয়। যার মধ্যে এখন পর্যন্ত ৭৮২টি অস্ত্রই উদ্ধার করেছে পুলিশ। তারেক আজিজ বলেন, ‘আশা করি, দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি অস্ত্রগুলোও উদ্ধার করতে সক্ষম হব। আর গত ১৫ দিনে সাতটি অস্ত্র উদ্ধার হয়েছে। যার মধ্যে দুটি পিস্তল ও বাকিগুলো দেশি অস্ত্র।’