সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আহত আরও দুজনের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এস এন করপোরেশন নামের জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে আরও দুজন মারা গেছেন। আজ শনিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এ দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়জনে।

মারা যাওয়া দুজন হলেন জাহাঙ্গীর আলম (৪৫) ও বরকত (২৩)। দুজনের শরীরের যথাক্রমে ৭০ ও ২৩ ভাগ পুড়ে গিয়েছিল। জাহাজভাঙা ইয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সমন্বয়ক মোহাম্মদ শাহীন এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়।

মোহাম্মদ শাহীন বলেন, সবশেষ আজ সকালে দুজন মারা যান। ওই দুর্ঘটনায় আহত আরও ছয়জন এখন ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন।

৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় শীতলপুরে এস এন করপোরেশনের একটি জাহাজের পাম্প কক্ষে কাটার সময় বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন আহত হন। তাঁদের বেশির ভাগের শরীর পুড়ে যায়। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁদের মধ্যে আটজনকে ওই দিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে একে একে ছয়জন মারা যায়।

এস এন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহকে এ বিষয়ে জানার জন্য কল দেওয়া হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। তবে ৭ সেপ্টেম্বর দুর্ঘটনার পর বরকত উল্লাহ বলেছিলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা তাঁরা করে যাচ্ছেন। তাঁদের ক্ষতিপূরণও যথাযথভাবে দেওয়া হবে।

এস এন করপোরেশনের স্বত্বাধিকারী শওকত আলী চৌধুরী।