ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল না করলে গণ-অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এ মানববন্ধন হয়। পোষ্য কোটা বাতিলে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন পোষ্য কোটা ৩ শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করার আশ্বাস দিয়েছে। তবে এখন পর্যন্ত দাপ্তরিক কোনো বিবৃতি প্রশাসন দেয়নি।
পাশাপাশি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী তথা শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিও করেছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ কর্মীদের বিচার না করে উল্টো প্রশাসন তাঁদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, ‘যে প্রশাসন শহীদ হৃদয় তরুয়া ও শহীদ ফরহাদের রক্তের ওপর বসে আছে, সেই প্রশাসনের কাছে আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে হচ্ছে। প্রশাসন যদি বিচারের নামে টালবাহানা করতে চায়, তাহলে এটিরও বিচার করা হবে।’
খান তালাত মাহমুদ বলেন, জুলাই আন্দোলনের পর পোষ্য কোটা নামের কোনো কোটা থাকতে পারে না। এই কোটা বাতিল না হলে শিক্ষার্থীরা এই শহীদ মিনারের রাস্তায় আমরণ অনশনে বসবেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরেফিন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান রাকিব প্রমুখ।