শুভ সকাল। আজ সোমবার। গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে অবনতি হয়েছে লোডশেডিং পরিস্থিতির। এ নিয়ে নানা খবরাখবর গতকাল রোববার আলোচনার শীর্ষে ছিল। এ ছাড়া ছিল বিশ্ব, রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। তাই দিনের শুরুতেই পড়ুন গতকালের আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
প্রচণ্ড গরমের মধ্যে চাহিদা বাড়তে থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো উন্নতি হয়নি। এতে লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দিনের কোনো কোনো ঘণ্টায় তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। বিস্তারিত পড়ুন:
দিনের বড় একটা সময় বিদ্যুৎ না থাকায় আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কমে যাওয়ার আশঙ্কা করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক। এই উদ্বেগের কথা তাঁর স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার জানিয়েছেন। বিস্তারিত পড়ুন:
ভারতের ওডিশায় দুর্ঘটনাকবলিত করমন্ডল এক্সপ্রেস বালাসোরের বাহানাগা স্টেশন এলাকায় বাড়তি লাইনে (লুপ লাইন) প্রবেশের জন্য সবুজসংকেত পেয়েছিল। এ সময় ট্রেনটির অতিরিক্ত গতি ছিল না বলেও জানিয়েছে ভারতের রেল কর্তৃপক্ষ। বিস্তারিত পড়ুন:
বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা নিয়ে এর আগেও কথা বলেছেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। এবার তিনি কথা বললেন খাবারবৈষম্য নিয়ে। তারকাখ্যাতি পাওয়ার আগে এই অভিনেতাও এমন বৈষম্যের শিকার হয়েছেন।
বিস্তারিত পড়ুন:
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় রাখা হয়েছিল তাঁকে। লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে এখন প্রস্তুতি নেওয়ার কথা তাঁর। কিন্তু রুতুরাজ গায়কোয়াড় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কয়েক দিন আগে জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে লন্ডনে যেতে পারবেন না। বিস্তারিত পড়ুন: