বই উপহার পেল ১৬টি পাঠাগার 

বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই উপহার পেল রংপুরের ১৬ টি পাঠাগার

রংপুর জেলার ১৬টি পাঠাগারকে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বই উপহার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলো রংপুর কার্যালয় থেকে পাঠাগারগুলোর প্রতিনিধিদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। এরই অংশ হিসেবে রংপুরে ৪ হাজার ৮৩৮টি বই বিতরণ করা হয়।

বই পাওয়া পাঠাগারগুলো হলো সিটি করপোরেশন এলাকায় রংপুর পাবলিক লাইব্রেরি, রংপুর নগরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় মোনাজাতউদ্দিন স্মৃতি পাঠাগার, নগরের সেতু স্মৃতি পাঠাগার, নগরের আক্কেলপুরে দর্শনা পাবলিক লাইব্রেরি, নগরের বাবু খাঁ এলাকায় নজরুল সংঘ পাঠাগার, নগরের মিতালী গ্রন্থাগার, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার, একই উপজেলায় স্বপনের ধারা গণপাঠাগার, তারাগঞ্জ উপজেলায় শেরমস্ত পশ্চিম চৌধুরীবাড়ি পাঠাগার, একই উপজেলায় সরোজিনী সাধারণ পাঠাগার, তারাগঞ্জ থানা পাবলিক লাইব্রেরি, পীরগঞ্জ উপজেলায় মনি শংকর স্মৃতি পাঠাগার, একই উপজেলায় লুৎফর রহমান স্মৃতি পাঠাগার, পীরগাছা উপজেলার অন্নদানগরে হাজী রহমতুল্লা পাঠাগার, একই উপজেলায় আবদুল কুদ্দুস পাঠাগার, গঙ্গাচড়া উপজেলায় আলহাজ আমজাদ হোসেন জ্ঞানদ্বীপ পাঠাগার।