নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরায় আটক প্রায় দুই হাজার ব্যক্তি
প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১ হাজার ৮৭৬ জনকে আটকের কথা জানিয়েছে নৌ পুলিশ। নিষেধাজ্ঞার শুরুর দিন ৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রথম ১২ দিনে তাঁদের আটক করা হয়। এ সময়ে নৌ পুলিশের নেতৃত্বে ২৯৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ বুধবার নৌ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণে জনগণকে সচেতন করার পাশাপাশি নৌপথে বিভিন্ন ধরনের অভিযান চালাচ্ছে নৌ পুলিশ।
মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে ২২ দিন ( ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) সারা দেশে ইলিশ ধরা নিষেধ। এ সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত, পরিবহন ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
নৌ পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশের ১২২টি থানা ফাঁড়ির পুলিশ সদস্যরা পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, বিষখালী, পায়রা, কচা, পশুর, রূপসা, বলেশ্বর, হাতিয়া চ্যানেলসহ মা ইলিশ বিচরণের উল্লেখযোগ্য নদী ও সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রথম ১২ দিনে মৎস্য শিকারের জন্য ব্যবহৃত ৬১ কোটি ৪৭ লাখ ১৭ হাজার মিটার জাল, ২৭ হাজার ২০০ কেজি মাছ জব্দ করা হয়। এ সময়ে মামলা করা হয় ১৮৬টি মামলা।