বোটানিক্যাল গার্ডেনকে বাণিজ্যিক পণ্য বানানোর সুযোগ নেই: আইপিডি

মিরপুরের বোটানিক্যাল গার্ডেনফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, পুরান ঢাকার বলধা গার্ডেনসহ দেশের ছয়টি উদ্যান ও ইকোপার্কে প্রবেশমূল্য বাড়ানোর সিদ্ধান্তকে অন্যায্য ও অবিবেচনাপ্রসূত আখ্যায়িত করে তা কমানোর দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। দাবির পক্ষে যুক্তি দিয়ে সংগঠনটি বলেছে, এসব উদ্যান ও পার্ককে বাণিজ্যিক পণ্য বানানোর সুযোগ নেই।

শুক্রবার আইপিডি পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আধুনিক নগর-পরিকল্পনায় উদ্যান, পার্ক ও খেলার মাঠকে বিনোদন সুবিধার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু দেশে এসব স্থানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংকুচিত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে বোটানিক্যাল গার্ডেনসহ অন্যান্য উদ্যান ও ইকোপার্ককে বাণিজ্যিক পণ্য বানানো উচিত হবে না।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্যান ও পার্কে প্রবেশাধিকার সর্বজনীন ও অবাধ। এটা রাষ্ট্রীয় ও বৈশ্বিক অঙ্গীকার। তাই এসব স্থানের প্রবেশমূল্য কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত জনগণের বিনোদন ও জনস্বাস্থ্য সুবিধার সর্বজনীন ধারণার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। ফলে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, রাজধানীর বলধা গার্ডেন, কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজারের লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যান, চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক এবং ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের প্রবেশমূল্য বাড়ানোর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। অযাচিত মূল্যবৃদ্ধি অবিলম্বে বাতিল করে জনসাধারণের জন্য যৌক্তিক প্রবেশমূল্য নির্ধারণ করতে হবে।