বোয়ালখালীর উপনির্বাচন বিতর্কিত হতে দেওয়া যাবে না: চট্টগ্রামের ডিসি
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ও নাজিরহাট পৌরসভা নির্বাচন কোনোভাবে বিতর্কিত হতে দেওয়া যাবে না। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে প্রতি তিন ইউনিয়ন বা ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত থাকবেন।
নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় এসব কথা বলেন আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রে গিয়ে আধিপত্য ও প্রভাব বিস্তার, অযথা গোলযোগ সৃষ্টি করলে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজব রটালে দোষীদের কঠোর হাতে দমন করা হবে। যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।
ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করা বিষয়ে ১৩ ও ১৪ মার্চ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্বুদ্ধ করা হবে বলে জানিয়ে জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের অনুমোদিত স্টিকার ছাড়া কোনো যান্ত্রিক যানবাহন নির্বাচনী এলাকায় চলবে না। ভোটের ৩৬ ঘণ্টা আগে থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ সময়ে বৈধ অস্ত্র প্রদর্শন করা যাবে না।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া আমাদের সবার কাম্য। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। ভোট নিয়ে ফেসবুকে কোনো ধরনের গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে।’
বোয়ালখালীর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক আনসার সদস্য নিয়োজিত থাকবেন। র্যাব ও বিজিবি টহলের পাশাপাশি তিনটি ইউনিয়ন মিলে স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ টিম কাজ করবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান প্রমুখ।
১৬ মার্চ বোয়ালখালী ও নাজিরহাটে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।