নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধের ঘটনায় উদীচীর নিন্দা

নারায়ণগঞ্জ সদর উপেজলার নরসিংহপুর গ্রামে দীর্ঘদিন ধরে আয়োজিত লালন মেলার অনুমতি বাতিল এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ‘অপারগতা’ প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমতি রঞ্জন দে। বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে দেশে সংস্কৃতির্চচার পরিবেশকে বাধাগ্রস্ত করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে বিবৃতিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও ২২ ও ২৩ নভেম্বর নরসিংহপুর গ্রামের মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রাঙ্গণে সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করা হয়। কিন্তু এবার ‘তৌহিদি জনতা’র ব্যানারে মেলার কার্যক্রম বন্ধের হুমকি দেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবদুল আউয়াল। পুলিশকে জানিয়েও নিরাপত্তার বিষয়ে কোনো আশ্বাস পাননি বলে জানিয়েছেনে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির শাহ জালাল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যাঁরা লালন মেলা বন্ধের হুমকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মেলার অনুমতি বাতিলের নিন্দা জানায় উদীচী। মেলা বন্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে মানুষের মত প্রকাশ, ধর্ম পালন ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন