মানবাধিকার সংগঠন অধিকারের ওপর হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে ২১টি মানবাধিকার সংগঠন। অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২১টি মানবাধিকার সংগঠন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ২০১৩ সালের ১০ আগস্ট অধিকারের আদিলুর রহমান খানকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়। গ্রেপ্তারের পর আদিলুর রহমান ৬২ দিন এবং নাসিরউদ্দিন ২৫ দিন কারাভোগের পর জামিন পান। এখন মামলাটির বিচার চলছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে। তাঁদের আইনজীবীরা বিচারিক হয়রানির অভিযোগ করেছেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যসহ সরকারি কর্মকর্তারা অধিকারের মানবাধিকার কাজের প্রকাশ্যে সমালোচনা করেছেন। এতে আরও বলা হয়, ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হলে অধিকারের এই দুই কর্তার বিরুদ্ধে মামলার শুনানি ত্বরান্বিত করে সরকার। তবে চলতি বছরের ৫ এপ্রিল বিচারক সাক্ষ্য গ্রহণ বন্ধ রেখে মামলাটি অধিকতর তদন্তের অনুমতি দেন। সংগঠনগুলো মনে করছে, এর মধ্য দিয়ে সময়ক্ষেপণের পাশাপাশি এই বিচারের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
বিবৃতিদাতা অন্য সংগঠনগুলো হচ্ছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন), এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), ক্যাপিটল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট (অস্ট্রেলিয়া), ইন্টারন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (আইসিএইডি), বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ, সিআইভিআইসিইউএস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ক্রাইমইনফো, এলিয়স জাস্টিস, ফ্রন্ট লাইন ডিফেন্ডারস, হিউম্যান রাইটস ফার্স্ট, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, জাপান ইনোসেন্স অ্যান্ড ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার, মালয়েশিয়ানস অ্যাগেইনস্ট ডেথ পেনাল্টি অ্যান্ড টর্চার, মার্টিন অ্যানালস ফাউন্ডেশন, প্রোগ্রাম অ্যাগেইনস্ট কাস্টডিয়াল টর্চার অ্যান্ড ইমপিউনিটি, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি)।