চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, যান চলাচল আধা ঘণ্টা বন্ধ
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বুধবার দুপুরে পরিবহনশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে শাহ আমানত সেতু থেকে নিউমার্কেটগামী অটোটেম্পো (থ্রিহুইলার) চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়েছেন এই পথে যাতায়াতকারী মানুষেরা। সন্ধ্যার পরেও এর প্রভাব দেখা গেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, পরিবহনশ্রমিকদের পরিচালনা কমিটির দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর সেখানে টেম্পোচালকেরা গাড়ি নিয়ে আসার সাহস করেনি। অনেকে ভয়ে এই রুটে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করেছেন স্থানীয় লোকজন। তবে ভাড়া গুনতে হয়েছে বেশি।
ঘটনার পর একাধিক শ্রমিকনেতার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শাহ আমানত সেতু থেকে কোতোয়ালি-নিউমার্কেট রুটে চলাচলকারী টেম্পোগুলো স্থানীয়ভাবে ‘মাহিন্দ্রা’ নামে পরিচিত। আগের কমিটি ও বর্তমান কমিটির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বুধবার সংঘর্ষ হয়। সন্ধ্যার পর চালকেরা গাড়ি নিয়ে বের হননি। দু-একজন বের হয়েছেন।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পরিবহনের একজন শ্রমিকনেতা বলেন, আগের কমিটির কয়েকজন নেতা নতুন ব্রিজ (শাহ আমানত সেতু) এলাকায় টেম্পো চলাচলের নিয়ন্ত্রণ নিতে চাইছেন। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত। তাদের কয়েকজন শ্রমিক ওই এলাকায় গাড়ি ভাঙচুর করতে দেখেছেন বলে জানিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহেদ হোসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।