প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুর

প্রধান বিচারপতি বাসভবনে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরাছবি: প্রথম আলো

রাজধানীর হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে ভাঙচুর ও হামলা হয়েছে। আজ সোমবার বিকেলে মিছিল নিয়ে প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে পড়েন বহু মানুষ। বিকেল সাড়ে পাঁচটার দিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একদল লোক বিকেল পৌনে পাঁচটার দিকে বাসভবনের ভেতরে ঢুকে পড়েন। তখন নিরাপত্তারক্ষী ছিলেন না। বাসভবন ভাঙচুরের পাশাপাশি সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে বিদ্যুৎ–সংযোগ ছিল বিচ্ছিন্ন। এর কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি বাসভবন থেকে বের হন।

গণবিক্ষোভের মুখে আজ দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় গণভবনে ঢুকে ভাঙচুর করেছেন একদল মানুষ। আরও বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।