শুভ সকাল। আজ ১১ মে, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
চিত্রনায়ক সোহেল চৌধুরী খুন হওয়ার পাঁচ মাস আগে ঢাকার বনানীর ট্রাম্প ক্লাবে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়। সোহেল চৌধুরী এর জের ধরে ওই রাতে আজিজ মোহাম্মদ ভাইকে হত্যার হুমকি দেন। কয়েকজন বন্ধুকে নিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে মারধরের চেষ্টা করলে তিনি ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলামের কক্ষে ঢুকে যান। একপর্যায়ে তিনি বাথরুমে পালিয়েও থাকেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য জানায়।
ঢাকার উপকণ্ঠে সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে ২০১৩ সালের ১০ মে বিকেলে জীবিত, অক্ষত অবস্থায় রেশমা আক্তারকে উদ্ধার করেছিলেন উদ্ধারকর্মীরা। রানা প্লাজা ধসের ১৭তম দিনে তাঁকে উদ্ধারের ঘটনাটি তখন দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচিত হয়। রেশমা উদ্ধারের ১১ বছর পূর্ণ হলো আজ। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে রেশমা বলেন, এত বছর পরও মানুষের বাজে মন্তব্য থামেনি। যাঁরা বাজে মন্তব্য করেন, তাঁদের প্রতি তাঁর প্রশ্ন, ‘নিজে ইচ্ছা করে কেন মৃত্যুকূপে ঢুকব?’
আমি মনে করি, নানা বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপি—দুটি দলকে খারাপ ভাবার কারণ রয়েছে। কিছু ভালো কাজের পাশাপাশি ক্ষমতায় থাকাকালে দুটি দলই কমবেশি দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, নির্বাচনে কারচুপিসহ নানা অনাচার করে থাকে। তাই নাগরিক সমাজের কারও কাছে বিএনপিকে বেশি খারাপ, কারও কাছে আওয়ামী লীগকে বেশি খারাপ মনে হতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ একা দাঁড়াতে পারে। ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নেতানিয়াহু এ কথা বলেন।