আফরিন আক্তারের সফরে গুরুত্ব পাবে নির্বাচন-রোহিঙ্গা ইস্যু: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের ঢাকা সফরে বাংলাদেশের নির্বাচন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফরিন আক্তার মূলত দুটি ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসবেন। একটি হলো রোহিঙ্গা সমস্যা এবং অন্যটি হলো জাতীয় নির্বাচন। এ ছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সরকার চাইলেই সহিংসতামুক্ত সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারে না। এর জন্য সব দলের দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা না থাকলে সহিংসতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়।’
১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার তিন দিনের সফরে বাংলাদেশে আসবেন। গতকাল বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) ২৩তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দেখা হয়।
ওই আলোচনার বিষয়ে আব্দুল মোমেন বলেন, ‘ওনার সঙ্গে খুব ভালো আলাপ হয়েছে। নির্বাচন, মানবাধিকার ইস্যুসহ নানা বিষয়ে আলাপ হয়েছে। তাঁকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বলেছি। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, তা তুলে ধরেছি।’