ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তির দাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের বিবৃতি
ছবি : প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়া, শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের সংগঠন সাদা দল। একই সঙ্গে ডিবি হেফাজতে নেওয়া সমন্বয়কদের অবিলম্বে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে সংগঠনটি।

আর রোববার সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আবদুস সালামের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক শিক্ষার্থী, জনতা, পুলিশ ও সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় আমরা সাদা দলের সমর্থক শিক্ষকেরা গভীর উদ্বিগ্ন। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্বিচারে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ ছিল মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীদের সম্পর্কে বিভিন্ন মহল থেকে অসম্মানজনক বক্তব্য দেওয়া ও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা আন্দোলনকে সহিংস করে তোলে। এতে বিপুল প্রাণহানিসহ জনসম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

আন্দোলন দমনের লক্ষ্যে সরকার বলপ্রয়োগ ও ভিন্নমত দমনের পন্থা অবলম্বন করছে অভিযোগে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের এই বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তার না করতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার না করতেও আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিক আন্দোলনে সব প্রাণহানি ও জনসম্পত্তি ধ্বংসের ঘটনার নির্মোহ ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’