মেডিকেল কেস–নির্ভর অ্যাপ ‘মেডিকেসের’ যাত্রা শুরু
মেডিকেল কেস–নির্ভর অ্যাপ মেডিকেসের (Medicase) যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের চিকিৎসকদের নিয়ে একটি হোটেলে অ্যাপটির উদ্বোধন করা হয়।
চিকিৎসকদের জন্য বিশেষভাবে তৈরি এই অ্যাপে চিকিৎসাবিজ্ঞান চর্চায় প্রয়োজনীয় বিভিন্ন ফিচার পাওয়া যাবে।
অ্যাপটিতে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরা তাঁদের নিজস্ব বিভিন্ন মেডিকেল কেস আপলোড করতে পারবেন। সেই সঙ্গে সারা বিশ্বের চিকিৎসাশাস্ত্রের হালনাগাদ তথ্য ও যুগান্তকারী আবিষ্কারের সংবাদ এই অ্যাপে পাওয়া যাবে।
পাশাপাশি চিকিৎসকদের জন্য বিভিন্ন মেডিকেল বিষয়ের ওপর প্রশিক্ষণের বিশেষ লেকচার পাওয়া যাবে। চিকিৎসকেরা অ্যাপের মাধ্যমে নিজেদের চিকিৎসাজ্ঞানকে আরও সমৃদ্ধ করতে মেডিকেল কুইজে অংশ নিতে পারবেন। বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে এই লিংকের মাধ্যমে ডাউনলোড করা যাবে।