মধুখালীতে পিটুনিতে নিহত দুই ভাইয়ের বাড়ি পরিদর্শন করল বিএনপির তদন্ত কমিটি

মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে পিটুনিতে নিহত দুই ভাইয়ের বাড়ি পরিদর্শন করেছেন বিএনপির তদন্ত কমিটির সদস্যরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামেছবি: প্রথম আলো

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে পিটুনিতে নিহত দুই ভাইয়ের বাড়ি পরিদর্শন করেছে বিএনপির স্থায়ী কমিটি গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি। বুধবার দুপুরে মধুখালীর নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামে নিহত দুই ভাইয়ের বাড়িতে যান তদন্ত কমিটির পাঁচ সদস্য। তাঁরা নিহত দুই ভাইয়ের স্বজনদের প্রতি সমবেদনা জানান ও আর্থিক সহায়তা দেন। তবে তাঁরা ঘটনাস্থল মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে যাননি।

তদন্ত কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আর সদস্যরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল এবং বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির তদন্ত কমিটির সদস্যরা নিহত আশরাফুল ও আসাদুলের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের বাড়িতে আসেন। তাঁরা নিহত দুই ভাইয়ের বাবা মো. শাহজাহান খানসহ স্বজনদের সঙ্গে কথা বলেন। তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।

সেখানে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘এ রকম ন্যক্কারজনক ঘটনায় খবর পাওয়া মাত্রই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর নেতৃত্বে আমরা আজ মধুখালীতে এসেছি। এ রকম ঘটনার বিচার দাবি করছি।’

আরও পড়ুন

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এ দেশের অধিবাসীদের ধর্মীয় বিশ্বাসে বৈচিত্র্য থাকলেও আবহমানকাল থেকেই নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। এখানে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। তিনি আরও বলেন, আজ তাঁরা ঘটনাস্থলে না গিয়ে ফিরে যাচ্ছেন। তবে অচিরেই এ তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে।

গত ১৮ এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি কালীমন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগে দুই ভাইকে পেটান দুর্বৃত্তরা। পরে তাঁরা মারা যান। এ ঘটনায় হত্যা, প্রতিমায় আগুন ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন