শুভ সকাল। আজ ২২ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে এ কথা বলেছেন তিনি। টাইমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...
খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁকে অভ্যর্থনা জানান। বিস্তারিত পড়ুন...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও চার কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। বছিলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। সড়কে রিকশা চালানোর দাবিতে অবরোধ করছেন তাঁরা। বিস্তারতি পড়ুন...
দুই ভাই নূর নবী চৌধুরী (৫৬) ও মোহাম্মদ রহমান (৩৬)। নূর নবী থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চিকতোয়াগায়, আর রহমান থাকেন ঢাকায়। দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, পরিচয় গোপন করে বেআইনি লাইভ স্ট্রিম (ডিজিটাল সম্প্রচার) চালিয়ে গ্রাহকদের কাছ থেকে তাঁরা ৭০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন। বিস্তারিত পড়ুন...