মোদির আগমনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ
২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযোগ দাখিল করেন সে সময় নিহত আসাদুল্লাহ রাতিনের (১৭) বাবা মো. শফিকুল ইসলাম।
শেখ হাসিনা ছাড়াও অভিযুক্তদের তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নাম রয়েছে।
অভিযোগ জমা দেওয়ার সময় শফিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে যে আগ্রাসনবিরোধী আন্দোলন হয়, সে আন্দোলনে হতাহত ও নিপীড়িত ব্যক্তিদের পক্ষ থেকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১৬ জনকে আসামি করে এ অভিযোগ করা হয়েছে।
আখতার হোসেন বলেন, ‘সব চিন্তার মানুষেরা যখন ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন-সংগ্রাম করছিলেন, সেই সময়টাতে এই নিরস্ত্র মানুষগুলোর ওপরে নির্বিচার গুলিবর্ষণ করা হয়।...সরকারি হিসাবমতেই, ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী ও ঢাকায় নির্বিচার মানুষের ওপরে নিপীড়ন ও গুলিবর্ষণ করা হয়েছে।’
নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা শফিকুল ইসলাম বলেন, তাঁর ছেলে আহত হলেও চিকিৎসা করাতে রাজি হয়নি হাসপাতালগুলো। বিনা চিকিৎসায় একপর্যায়ে তাঁর ছেলে মারা যান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের বিচার দাবি করেন।