সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কেএফসির ‘ঈদি ফর অ্যাঞ্জেলস’

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই কেএফসি স্বপ্নের পাঠশালার এই আয়োজনছবি: সংগৃহীত

মজাদার ইফতার আয়োজন আর ঈদের নতুন জামা উপহার দিয়ে ৩০০ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটিয়েছে কেএফসি ‘ঈদি ফর অ্যাঞ্জেলস’। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই কেএফসি স্বপ্নের পাঠশালার এই আয়োজন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেএফসি স্বপ্নের পাঠশালা সব সময়ের মতো এবারও সুবিধাবঞ্চিতদের মাঝে আনন্দ পৌঁছে দিচ্ছে। কেএফসি বিশ্বাস করে সবার মতো সুবিধাবঞ্চিতরাও ঈদ ভালোভাবে উদ্‌যাপন করার অধিকার রাখে।

এই আয়োজন নিয়ে ট্রান্সকম ফুড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘ঈদি ফর অ্যাঞ্জেলস ছিল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আমাদের একটি উপায়। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত। সবার জন্য ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।’

মৌলিক শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যবিধি এবং প্রতিভা বিকাশে একটি বিস্তৃত পাঠ্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ কেএফসি স্বপ্নের পাঠশালা।

উল্লেখ্য, ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি। প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।