বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান জকরিয়া, মহাসচিব মোজাম্মেল হক
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জকরিয়া। ভাইস চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ রুহুল আমিন ও মো. মোজাম্মেল হক চৌধুরী। ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির মেয়াদ ২০২৫-২০২৭ সাল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি সংগঠনের সাধারণ পরিষদের ৩০তম সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে। দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় কাজ করে যাত্রী কল্যাণ সমিতি।
নতুন কমিটি চেয়ারম্যান মোহাম্মদ জকরিয়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সংগঠনের প্রতিষ্ঠাতা।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহমদ। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন তরুণ উদ্যোক্তা তাওহিদুল হক।
কমিটির অন্যরা হলেন অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ, দপ্তর সম্পাদক শিক্ষাবিদ অধ্যক্ষ রিজু আকতার চৌধুরী। নতুন কমিটির সদস্যরা হলেন ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অধ্যক্ষ রফিকা আফরোজ, ইয়াসমিন আকতার সীমা।
সভায় বলা হয়, বিগত সরকারের সময়ে দেশের বিশৃঙ্খল সড়কব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধি, সড়কে অব্যবস্থাপনা এবং সড়কের বিভিন্ন প্রকল্পে বেপরোয়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাই সমিতির নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন তৎকালীন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এ কারণে দীর্ঘদিন নতুন কমিটি করা যায়নি।
অন্তর্বর্তী সরকারের আমলে যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন ফেরত পাওয়ায় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সভায় সড়ক পরিবহন আইন, নৌ আইন এবং রেল আইন সংশোধন করে যাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত, যাত্রীদের জন্য গণপরিবহনের ভাড়া নির্ধারণসহ কিছু দাবি জানিয়েছে সমিতি।