শিশুকে ধাক্কা দিয়ে পালানোর সময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

মা–বাবার সঙ্গে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রে ঘুরতে এসেছিল পাঁচ বছর বয়সী মাইমুন আক্তার। সমুদ্রের পাড়ে ওয়াকওয়েতে খেলাধুলায় মগ্ন ছিল মাইমুন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে আহত হয় সে।

ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থল থেকে পালাতে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন চালক। তবে কিছুদূর যেতেই ওয়াকওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী মঞ্জুরুল আলমের (২২)।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে পতেঙ্গার চরপাড়া ঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল আলম নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকার আবদুল মতিনের ছেলে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, চরপাড়া ঘাটে দুর্ঘটনায় মঞ্জুরুল আলমকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া পতেঙ্গা থানার উপপরিদর্শক আশীষ কুমার দে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটি ওয়াকওয়েতে দ্রুতগতিতে উঠে আসে। এ সময় শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি আহত হয়। আশপাশের মানুষের ভয়ে গতি বাড়িয়ে দেন মোটরসাইকেলচালক। রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।