লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘নির্বাচন আমি আর করছি না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’ গতকাল শনিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।
এ সময় অলি আহমদ তাঁর বড় ছেলে অধ্যাপক ওমর ফারুককে মণ্ডপে উপস্থিত লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওমর ফারুক এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য।
অলি আহমদ বলেন, ‘আজ আমি আপনাদের সামনে আমার বড় ছেলেকে নিয়ে এসেছি। সে আমেরিকা ও লন্ডনে লেখাপড়া করেছে। তাকে দেশে নিয়ে এসেছি। সে ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে।’
কর্নেল অলি আহমদ বলেন, ‘আমার বড় ছেলেকে আপনাদের জন্যই তৈরি করেছি। আপনাদের জন্যই গড়ে তুলেছি। আমার পরবর্তীকালে আপনাদের চিন্তা হচ্ছে, আমার জায়গায় আপনাদের ছায়া দেওয়ার জন্য কাকে পাবেন? বিষয়টি চিন্তা করেই তাকে তৈরি করেছি। ইনশা আল্লাহ, সে আপনাদের খেদমত করবে। আমিও যত দিন বেঁচে থাকব, আপনাদের খেদমত করব।’
অলি আহমদ বলেন, ‘সঠিক সময়ে দায়িত্ব হস্তান্তর করা উত্তম। এর মধ্যে সে ভুল করলে আমি ঠিক করে দিতে পারব।’ শেষে উপস্থিত পূজার্থীসহ অন্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার ছেলের দায়িত্ব নিতে পারবেন কি না? তখন উপস্থিত লোকজন হাত তুলে প্রতিশ্রুতি দেন।
একই দিন অলি আহমদ সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপ পরিদর্শনের সময় অলি আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন বড় ছেলে ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাতকানিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভার সভাপতি আইনুল কবির, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা এলডিপির সাধারণ সম্পাদক হোসাইন উদ্দিন প্রমুখ।
অলি আহমদের নির্বাচন না করার ঘোষণা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া আজ রোববার রাতে প্রথম আলোকে বলেন, দলের প্রেসিডেন্টের (সভাপতি) বয়স হয়েছে। তাই তিনি আগামী নির্বাচনে তাঁর বড় ছেলেকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তবে তিনি রাজনীতি ছাড়ছেন না।