ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার’ স্লোগান অগ্রহণযোগ্য: সম্মিলিত সাংস্কৃতিক জোট

সম্মিলিত সাংস্কৃতিক জোট

সম্মিলিত সাংস্কৃতিক জোট বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাংশের কণ্ঠে ‘আমরা সবাই রাজাকার’, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান অগ্রহণযযোগ্য।

আজ সোমবার এক বিবৃতিতে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক মো.আহ্কাম উল্লাহ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা আন্দোলন, পাকিস্তানি শাসনামলে শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই এবং ঐতিহাসিক ৬ দফা ও ১১ দফার পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করে উনসত্তরের গণ–অভ্যুত্থানের সূচনা করেছিল। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগী রাজাকার-আলবদর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষকদের বাসা থেকে ধরে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নির্মমভাবে খুন করেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ‘রাজাকার’ স্লোগান তাঁদের বিস্মিত করেছে।

এই জোট বলেছে, যেকোনো বিষয়ে ভিন্ন মত থাকতেই পারে। আলাপ-আলোচনা ও শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানজনক বক্তব্য, কটাক্ষ করা অগ্রহণযোগ্য ও ঔদ্ধত্যের শামিল। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার বাহিনীর পরিচয়কে আত্মপরিচয় হিসেবে স্লোগান দেওয়ার পর বাংলাদেশের জাতীয় পতাকা বহন করার নৈতিক অধিকার থাকে কি না, সে প্রশ্ন করেছে এই জোট। তারা আরও বলেছে, যাঁরা বিভ্রান্ত হয়েছে, তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান কণ্ঠে তুলে নেবেন।