পিএসসির সদস্য হলেন বিদায়ী জ্যেষ্ঠ সচিব আলী আজম
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামীকাল বুধবার (২ নভেম্বর) থেকে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল আলী আজমের। এখন তা স্থগিত করে তাঁকে পিএসসির সদস্য করা হলো। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মেজবাহ উদ্দিন চৌধুরী স্থানীয় সরকার বিভাগের সচিব হওয়ার আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ এপিডি শাখায় অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হয়ে যাচ্ছেন।