সবার পছন্দের সব রকম লুক নিয়ে চলছে ‘দারাজ ফ্যাশন উইক’
বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের স্বতঃস্ফূর্ত বিচরণ। আর হবেই না কেন, সময়টাই তো ডিজিটাল! এই ডিজিটাল যুগে সবাই চায় নিজেকে ফ্যাশনেবল ও সুন্দরভাবে উপস্থাপন করতে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পছন্দ-অপছন্দ অনেকটাই পাল্টে গেছে। গৎবাঁধা একই ধাঁচের ফ্যাশন এখন আর কেউ অনুসরণ করে না। আবার সময় বা জায়গাভেদে একই মানুষ নিজেকে উপস্থাপন করছেন ভিন্নভাবে। যেমন রাতের অনুষ্ঠানে একটু জমকালো সাজপোশাক, অফিসে আরামদায়ক কুর্তি, আবার বন্ধুদের সঙ্গে ভ্রমণে হালফ্যাশনের মম জিনস!
অন্যদিকে ‘ফ্যাশন’ শব্দটির মানে এখন শুধু জামাকাপড়েই সীমাবদ্ধ নয়, পোশাকের বাইরে আনুষঙ্গিক অনেক কিছু, যেমন জুতা, গয়না, ব্যাগ বা পছন্দের ঘড়ি—সবই হওয়া চাই ট্রেন্ডি এবং মনের মতো। ফ্যাশনের এই ভিন্নতা, সেই সঙ্গে ব্যাপকতা—সবকিছুকে প্রাধান্য দিয়ে শুরু হলো ‘দারাজ ফ্যাশন উইক ২০২৩’, চলবে ২৪ আগস্ট পর্যন্ত।
দারাজ ফ্যাশন উইক সেল ২০২৩-এ থাকছে আড়াই শতাধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ডস, ৪২ লাখ পণ্য এবং ১৪ দিনের সহজ রিটার্ন। এ ছাড়া সব ফ্যাশন ব্র্যান্ডের পণ্যের ওপর থাকছে ৭০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড়, ফ্রি ডেলিভারি এবং বাজেট ডিলস—২৪৯ টাকা, ৩৯৯ টাকা ও ৪৯৯ টাকা।
ডে লুক, নাইট লুক, সামার লুক, অফিস লুক বা ট্রিপ লুক—আপনার ব্যক্তিত্ব আর পছন্দ যেমনই হোক, সবকিছু একসঙ্গে একই প্ল্যাটফর্মে পাবেন শুধু দারাজ ফ্যাশনে। ব্যস্ততার মাঝে সময় বাঁচিয়ে প্রয়োজনীয় সবকিছু একসঙ্গে পেতে এখনই ঘুরে আসতে পারেন দারাজ অ্যাপ থেকে।