৭৫ লাখ টাকা আর্থিক অনুদান পেলেন ১৫৯ পুলিশ সদস্য

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)ছবি: ডিএমপির ফেসবুক পেজ থেকে নেওয়া

কর্তব্যরত অবস্থায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ডিএমপির কল্যাণ তহবিল থেকে মোট ৭৫ লাখ ৯৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আহত ও অসুস্থ পুলিশ এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে এই অনুদান তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, আহত, অসুস্থ পুলিশ সদস্যদের সুস্থতা ও নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ডিএমপির নিজস্ব কল্যাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ডিএমপির কর্মরত পুলিশ সদস্যরা নির্ধারিত টাকা কল্যাণ তহবিলে দেন। এই তহবিল যাতে আরও বাড়ানো যায়, সেই লক্ষ্যে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপস্থিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আপনারা যখন ডিউটিতে মোতায়েন থাকেন, তখন মাস্ক ব্যবহার করলে ধুলাবালু থেকে সুরক্ষা পাবেন। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্যসচেতন হতে হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে নিজেকে সচেতন থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার, উপকমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।