পশ্চিমাঞ্চলের ট্রেন: আজও ছাড়ার ১৫ মিনিটেই অধিকাংশ টিকিট বিক্রি
রেলওয়ে আজ মঙ্গলবার আগামী ৫ এপ্রিলের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু করেছে। আজ ছিল অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন। সকাল ৮টায় শুরু হয় রেলের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি।
সংশ্লিষ্ট সূত্র বলছে, টিকিট ছাড়ার ১৫ মিনিটের মধ্যেই ১০ হাজার ২৯১টি বিক্রি হয় আজ। আধঘণ্টায় বিক্রি হয়ে যায় ১২ হাজার ৫২৮টি টিকিট। পশ্চিমাঞ্চলে বিক্রির জন্য ১৪ হাজার ৬০১টি টিকিট ছাড়া হয়েছে। দুপুরের মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় সব টিকিট।
বিক্রির প্রথম দিন থেকেই টিকিট কিনতে ওয়েবসাইটে চাপ বাড়ছে। তৃতীয় দিনে টিকিট কিনতে এ চাপ বেড়েছে কয়েক গুণ। টিকিট সংগ্রহে সকাল ৮টা থেকে পরবর্তী আধঘণ্টায় ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজার বার চেষ্টা করেছে মানুষ।
এবার অনলাইনে শতভাগ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। বিক্রির প্রথম দিন থেকেই টিকিট কিনতে ওয়েবসাইটে চাপ বাড়ছে। তৃতীয় দিনে টিকিট কিনতে এ চাপ বেড়েছে কয়েক গুণ। টিকিট সংগ্রহে সকাল ৮টা থেকে পরবর্তী আধঘণ্টায় ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজার বার চেষ্টা (হিট) করেছে মানুষ।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহ এলাকার ট্রেনগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। প্রথম দিন থেকেই এসব অঞ্চলের টিকিট ছাড়ার পরপরই শেষ হয়ে যাচ্ছে।
বেলা দুইটা থেকে রেলের পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলের জন্য আজকের বরাদ্দ করা টিকিটের সংখ্যা ১৬ হাজার ২২টি।