বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘উর্দু কবিতার গল্প’

‘পদচিহ্নের পুষ্পকুঞ্জ উর্দু কবিতার গল্প’ অনুষ্ঠানে আলোচনা করে লেখক ও অনুবাদক জাভেদ হুসেন। আজ শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রেছবি: সংগৃহীত

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে উর্দু কবিতাবিষয়ক বক্তৃতা ‘পদচিহ্নের পুষ্পকুঞ্জ উর্দু কবিতার গল্প’। আজ শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ষষ্ঠ তলার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে আলোচনা করেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন। উপস্থাপন করা হয় মির্জা গালিব, আমির খসরু, ফয়েজ আহমেদ, বাহাদুর শাহ জাফর, কবীর দাস ও মুহাম্মদ ইকবালের কবিতা। উর্দু কবিতার পাশাপাশি অনুষ্ঠানে দেশভাগ, স্রষ্টার প্রতি প্রেম, বিরহসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোর ইশকুল কার্যক্রমের উদ্যোগে দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে বক্তৃতার আয়োজন করে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এর আগে উচ্চাঙ্গসংগীত বিষয়ে ৯ পর্বের ধারাবাহিক বক্তৃতা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী।