একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসারা জামান বিজ্ঞানের কঠিন বিষয়গুলো এখন বেশ সহজেই বুঝতে পারে। বিজ্ঞান বিষয় নিয়ে পড়তেও সে এখন উৎসাহী। এর কারণ বিজ্ঞানচিন্তা, যে ম্যাগাজিন স্কুল–কলেজ থেকে শুরু করে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেওয়া তরুণের কাছে জনপ্রিয়।
বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা অষ্টম পেরিয়ে নবম বর্ষে পা রেখেছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ম্যাগাজিনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘নতুন দিনের বিজ্ঞান’।
আয়োজনে বিজ্ঞানচিন্তা নিয়ে নিজেদের অভিজ্ঞতাসহ বিজ্ঞানবিষয়ক নানা কিছু নিয়ে আলোচনা করেন শিক্ষক, গবেষক, বিজ্ঞানচিন্তার বিজ্ঞাপনদাতা ও স্বেচ্ছাসেবীরা।
শুভেচ্ছা জানাতে এসে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ম্যাগাজিনে লেখার বিষয়বস্তু সহজ–সরল ও গ্রহণযোগ্য ভাষায় তুলে ধরার আহ্বান জানান।
বিজ্ঞানচিন্তার উপদেষ্টা ও অধ্যাপক আরশাদ মোমেন বলেন, ম্যাগাজিনটির ছাপা কপির পাশাপাশি অনলাইন কনটেন্ট আরও সহজবোধ্য করার ওপর জোর দেন। এ ছাড়া তাঁর বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কথা বলেন।
‘প্রতিবেশী’ হিসেবে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা একই জায়গায় বসে কাজ করে। সে প্রসঙ্গ তুলে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিনও যে জনপ্রিয় হয়, তার প্রমাণ বিজ্ঞানচিন্তা।
আয়োজনে পাঠকেরা বিজ্ঞানচিন্তা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন জানান, তাঁর স্কুলপড়ুয়া বোন বিজ্ঞানচিন্তা পড়ে তাতে ছাপা হওয়া বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চায়।
রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান নিজের কলেজে বিজ্ঞান ক্লাব পরিচালনা করেন। সেখানে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কম উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানমুখী পাঠক গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে বিজ্ঞানচিন্তা সহায়ক ভূমিকা পালন করতে পারে।
রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে নানান বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিনে লিখেছেন, এঁকেছেন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম বিজ্ঞানবিষয়ক কমিকসেও অনেক আগ্রহী।
দেশে বিজ্ঞানবিষয়ক তথ্য–উপাত্তের অভাবের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল। তিনি বলেন, যেভাবে কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই)এগিয়ে যাচ্ছে, সেখানে দেশীয় সঠিক তথ্যভান্ডার তৈরি হতে হবে।
বিজ্ঞানবিষয়ক গবেষণার ওপর জোর দেন ছড়াকার ও চিকিৎসক রোমেন রায়হান। চিকিৎসক ও কল্পবিজ্ঞান লেখক তানজিনা হোসেন বলেন, একসময় মহাকাশবিষয়ক কল্পবিজ্ঞান লেখা বেশি দেখা যেত। এখন হয়তো সেখানে এআই আসবে।
মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতেই ২০১৯ সাল থেকে বিজ্ঞানচিন্তার সঙ্গে কাজ করছে বিকাশ।
বিজ্ঞানচিন্তা সব বয়সীরা যেন উৎসাহ নিয়ে পড়তে পারে, সেভাবে তুলে ধরা হয় বলে জানালেন ম্যাগাজিনটির সম্পাদক আব্দুল কাইয়ুম। বিজ্ঞানচিন্তার সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিজ্ঞানবক্তা আসিফ, গবেষক ও চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী, ছড়াকার আখতার হুসেন, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, গীতিকার কবির বকুল, কার্টুনিস্ট নাসরিন সুলতানা।
আয়োজনে উপস্থিত পাঠকেরা মৌখিক কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতেন। এ ছাড়া গানও পরিবেশন করা হয়। সবশেষে কেক কেটে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের কর্মকর্তা মাহবুব রহমান, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে প্রথম আলোর এক দিনের সম্পাদক উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আয়েশা খাতুন এবং বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।
দেশের জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৬ সালের ১৫ অক্টোবর। এ পর্যন্ত ৯৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে।