সাবেক সংসদ সদস্য নদভীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম–১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার বিকেলে এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লালবাগ থানায় দায়ের করা খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ।
অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত ১৮ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর লালবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার মিছিলে গুলিবর্ষণ করা হয়। তখন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ নিহত হন। এ হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী জড়িত বলে আদালতকে লিখিতভাবে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন।
গতকাল রোববার রাতে নদভীকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছিল।
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি পুলিশ হেফাজতে
এদিকে গত অক্টোবরে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে দুই দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বিকেলে এ আদেশ দেন।
এর আগে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করার তথ্য জানান ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।