মুম্বাইয়ে বাংলাদেশ উপকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ
ভারতের পশ্চিম উপকূলের রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের কাছে আজ সোমবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের কয়েক শ বিক্ষোভকারী বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ মিশনের প্রায় এক থেকে দেড় শ গজের মধ্যে এসে অবস্থান নেন। তাঁরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসকন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।
মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের দূতালয় প্রধান মাহমুদুল হাসান প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
এদিকে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, মুম্বাইয়ে এদিন শ তিনেক বিক্ষোভকারী আজাদ ময়দানে সমবেত হয়েছিলেন। পরে তাঁরা সেখান থেকে সরে গিয়ে বাংলাদেশ মিশনের কাছে গিয়ে হাজির হয়ে স্লোগান দেন ও পথসভা করেন। বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্য সরকারের সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি লোধা মঙ্গল প্রভাত।
জানা গেছে, সাধারণত বিদেশি কোনো মিশনের আশপাশে কোনো সমাবেশ হলে তা ওই দেশের মিশনকে স্বাগতিক দেশ জানিয়ে দেয়। কিন্তু মুম্বাইয়ের উপহাইকমিশন বিশ্ব হিন্দু পরিষদের ওই বিক্ষোভ সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে প্রথম তথ্য পেয়েছিল। তবে স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের মিশনের কাছে পথ আটকে দেয়। স্থানীয় পুলিশ মিশনকে জানিয়েছে, বিক্ষোভকারীদের মূল লক্ষ্য ছিল গণমাধ্যমের নজর কাড়া।