এবার লতিফুর রহমান পুরস্কার পেলেন সাংবাদিক শিশির মোড়ল
প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে চালু করা বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন শিশির মোড়ল। তিনি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। দেশের স্বাস্থ্য খাত নিয়ে নিয়মিত প্রতিবেদন করেন। প্রথম আলোয় তিনি ১৭ বছর ধরে কাজ করছেন।
প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত সুধী সমাবেশে শিশির মোড়লের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান। এ সময় মঞ্চে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন।
শিশির মোড়লের পুরস্কারপ্রাপ্তির বিষয়ে সম্পাদক মতিউর রহমান বলেন, স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক পাঠকের সামনে গভীরভাবে তুলে ধরেন শিশির মোড়ল। অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি নিবেদিত। অনেক বিষয়ে তাঁর আগ্রহ। নিবেদিত, সময়ানুবর্তী ও নিষ্ঠাবান সাংবাদিকদের একজন শিশির মোড়ল।
লতিফুর রহমান বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার হিসেবে শিশির মোড়ল পেয়েছেন পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ। পুরস্কার গ্রহণ করার পর তিনি সবাইকে ধন্যবাদ জানান। তাঁর পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে ২০২১ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এবার নিয়ে তৃতীয়বার পুরস্কারটি দেওয়া হলো। প্রথম বছর এই পুরস্কার পান প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম এবং দ্বিতীয়বার এই পুরস্কার পান প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।