ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতাকারী হতে পারে ভারত: ভারতীয় সংবাদমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে ‘কোনো গুলি না চালিয়ে’ তাঁদের সমস্যাগুলো সমাধান করেছেন।
ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখি।’
আব্দুল মোমেন আরও বলেন, ভারত মিয়ানমারের বন্ধুদেশ। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।