কারাগারে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ২৬ আগস্ট ঢাকার আদালতে হাজির করা হয়ফাইল ছবি

রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শনিবার এ আদেশ দেন।

পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে শনিবার আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠানোর আবেদন করা হয়। অপর দিকে শাকিল আহমেদ ও ফারজানা রুপার পক্ষে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রুবেল হত্যা মামলায় ২৬ আগস্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। ৮ আগস্ট তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ২১ আগস্ট তাঁদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তাঁরা টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন। পরে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম নামের একজন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন