যাত্রীদের জন্য এয়ার এ্যাস্ট্রার ‘অরবিট’ চালু, থাকছে নানা সুবিধা
যাত্রীদের সুবিধার্থে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ শুরু করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রা। যাত্রীসেবা আরও সুন্দর ও আনন্দময় করতে আন্তর্জাতিক মানের সুবিধা নিয়ে এ কর্মসূচি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে এয়ার এ্যাস্ট্রার অরবিট উদ্বোধন করা হয়।
এয়ার এ্যাস্ট্রা জানায়, যাত্রীদের সুবিধার্থে তিনটি শ্রেণি রাখা হয়েছে অরবিট কর্মসূচিতে। এগুলো হলো ইকো, ইভো ও প্রো। যাত্রীরা এয়ার এ্যাস্ট্রায় নিয়মিত ভ্রমণ করে তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে মাইলেজ যোগ করতে পারবেন এবং নির্দিষ্ট মাইলেজ খরচ করে এয়ার এ্যাস্ট্রায় বিনা মূল্যে ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া থাকছে প্রায়োরিটি চেক-ইন, র্যাম্প কার, সিট সিলেকশন অপশন ও অতিরিক্ত ব্যাগেজ–সুবিধা।
‘অরবিট’ উদ্বোধন উপলক্ষে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটি ওয়েলকাম কিট পাবেন যাত্রীরা। যেখানে থাকছে দেশের স্বনামধন্য ১০টি ব্র্যান্ড হলো শেয়ার ট্রিপ, গোযায়ান, টুয়েলভ ক্লদিং, শাহরুখ আমিন, অ্যাপেক্স, মানা বে, সি পার্ল ওয়াটার পার্ক, সিক্রেট রেসিপি, রেড বাই আফরোজা পারভীন, ফয়’স লেক রিসোর্টে ডিসকাউন্ট ভাউচার। যাত্রীরা এয়ার এ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, এয়ারপোর্ট চেক-ইন কাউন্টার ও ইন-ফ্লাইটে অরবিটের নিবন্ধন করতে পারবেন।
অরবিট উদ্বোধন অনুষ্ঠানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা উপস্থিত ছিলেন। এ ছাড়া এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সোহেল মজিদ উপস্থিত ছিলেন।